Sunday 12 June 2016



 আমি ও আমার বিকেল:

১.
একটা বিকেলের অপেক্ষায় থাকি, এক জোড়া হাতের অপেক্ষায় থাকি। একটি হাত বলবে এস গান গাই, এস সম্বোধন করি. আমাদের চা'এর কাপ থেকে উড়ে যাবে এক জোড়া নীল্ধনু মিশে যাবে দিনান্তের নীলিমায়।

২.তুমি রবে নীরবে হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।
ক্লান্তি আমায় যদি এসে ঘিরে ধরে, অঝরের নব কল্লোলে,
গাইব গান হৃদয়ে ধারণ করে
তোমার সুখস্মৃতি, তোমার কল্লোল ধ্বনি,
তোমার বেথার বোধ,
তোমার অহম.
আমি জানতেম তুমি আমার হবে,
শত মরুভূমির বাঁক পেরিয়ে,
শত মরীচিকা অগ্রাহ্য করে.

৩. ব্যাথার বোধ কেমন হয়?
নীল? তা কে বলল তোমাকে?
আমি তো বলব বেথার বোধ হয় সবুজ, হা সবুজ,
সবুজের অতল ভূমি বিছাবে তুমি তোমার হৃদয়ে,
তার মাঝ বইয়ে দিবে সুশীতল বাতাস,
তবেই না বুঝ্বে ভালবাসা কাকে বলে,
ভালবাসার অতল গহীন কী.

ব্যাথা

অনেক ধন্যবাদ!