Saturday 26 November 2016

শুধু জানতাম তুমি আমার হবে এই টুকু বোধ নিয়ে
কাটাতে চাইলাম সারা বেলা,
তা কাটাতে দেবে কেন?
মুখের নীরব হাসি, ম্লান হাসি কেড়ে নিয়ে গেলো আমার সকল মালিন্যকে,
ব্যথার বোধকে, আর হৃদয়ের প্রশস্ততায় দিতে চাইলেম আবারো আশ্রয় তোমাকে।
শত জন্ম ধরে যা দিয়ে আসছি।

ভালোবাসার কঙালীপনায় আমি ক্লান্ত,
ক্লান্ত পথিকের মতো শুধু বলি, দাও গো আমাকে এক মুঠো জল,
দাও একটু বাতাস আর হৃদয়ের প্রশস্ত জমি.
দাও একটু হাসি আর মুক্ত জানালা.
বেশী কিছু?
নাহয় চাইলাম ই একটু বেশী তোমার কাছে, 
তোমার আছে স্বচ্ছ নির্মল ঝর্ণাধারা প্রবাহ,
যা দিয়ে গোসল করাও তোমার মানুষকে,
আমি তো একটু জল ই চাইলাম, 
বাব্বাহ! এতো গরিমা, এতো অহংকার!
কোথায় ছিল সেসব যখন তুমি ভিখিরি ছিলে আমার কাছে?

ম্লান মুখ আর চাই নাক আমি, চাই না তোমার গোমড়া মুখ,
তার বদলে দাও আমাকে তোমার চোখের তারার সেই চাকচিক্য,
আমি বসে আছি, ধ্যানে আছি তা দেখবো বলে,
মুখে মুখে বুলি, ঠোঁটের আড়ালে এক মিষ্টি চাঁদ দেখবো বলেই তো
বসে আছি শত কাঁটার উপরে।
কি ভাবছো?
এতো ধ্যান, এতো জ্ঞান কোথায় ছিল যখন এসেছিলে তুমি টুকরি হাতে?
হ্যাঁ, দিতে চেয়েছি, তার বদলে একটু বেশী সময় নিয়ে ফেললাম।
সময় দিতে তোমার আপত্তি কোথায়? চেতনা যখন আছে, সময় ও তখন থাকবে।
অনন্ত কালের প্রবাহে।